অ্যাকসেসিবিলিটি লিংক

রংপুরে আইনজীবী নিখোঁজ


রংপুরে জাপানি নাগরিক কুনিও এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার সরকার পক্ষের প্রধান আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিকের এখনো সন্ধান মেলেনি। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দু’জন মোটর সাইকেল আরোহী রংপুরস্থ তার বাসভবন থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। রংপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও রংপুর স্পেশাল জজ আদালতের পিপি রথিশ চন্দ্র ভৌমিক খাদেম হত্যা মামলায় সাত জঙ্গির ফাঁসির রায় দেয়ার পর হত্যার হুমকি পান। থানায় জিডিও করেন। এ সম্পর্কে রংপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বনমালি পাল বলেন, প্রশাসনকে সময়মতো জানানো হলেও সে সময় কোন ব্যবস্থা নেয়নি। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বনমালি পাল এই সংবাদদাতাকে বলেন, দু’দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।

ওদিকে রথিশ চন্দ্র ভৌমিককে উদ্ধারের দাবিতে রংপুর জেলা আওয়ামী লীগ শনিবার সকালে দু’ঘন্টা সড়ক অবরোধ করে। আগামীকাল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মানববন্ধন ও প্রশাসনের কাছে স্মারকলিপি দেবে। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অবিলম্বে ভৌমিকের উদ্ধারের দাবি করা হয়। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG