অ্যাকসেসিবিলিটি লিংক

এ্যামাজনের সমালোচনার পর বিশ্বব্যাপী শেয়ার বাজারের দরপতন


যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ব্যবসা বানিজ্য নিয়ে নানা তর্ক বিতর্কের জের হিসাবে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে সোমবার দরপতন ঘটেছে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি।

চীনের সাংহাই কম্পোজিট ইন্ডেক্সে দরপতন ঘটে ০.৮৪ শতাংশ, জাপানের নিক্কিতে দরপতন হয় ১.৫ শতাংশ, হংকং এর হ্যানসেং এ ১.২৫ শতাংশ। বৃটেন এবং জার্মানীর শেয়ার বাজারেও মূল্যপতন অব্যহত ছিল।

সোমবার যুক্তরাষ্ট্রের Down Jones Industrial Average ছিল ১.৯ শতাংশ, Standard & Poor's 500 ২.৩ শতাংম এবং NASDAQ ৩ শতাংশ।

প্রেসিডেন্ট ট্রাম্প অনলাইন প্রতিষ্ঠান এ্যামাজনের সমালোচনা করার পর শেয়ার বাজারের দরপতন শুরু হয়।

XS
SM
MD
LG