অ্যাকসেসিবিলিটি লিংক

কাতালান নেতা কার্লেস পিউগমন্টের পক্ষে আবেদন


জার্মান কৌশুলীরা সাবেক কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পিউগডমন্টের আত্মসমর্পণের অনুমতির জন্যে আঞ্চলিক আদালতের কাছে আবেদন করেছেন। কার্লেস, স্পেনে গণভোটের আয়োজনের জন্য বিদ্রোহের অভিযোগের অভিযুক্ত হন। জার্মান নিউজ ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন উত্তর স্প্যানীশ অঞ্চলের স্বাধীনতা চাওয়া অপরাধ নয়। জেলে বসে দেয়া ঐ সাক্ষাৎকারে তিনি বলেন “আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই- সেটা কি অপরাধ?”। ফরাসি সংবাদ সংস্থা জানায়, পিউগডমন্টের অ্যাটর্নি বিদ্রোহের অভিযোগে তাকে বিচার করার বিপরীতে স্প্যানিশ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করেছে। পিউগডমন্টে ছাড়াও ২৪ জন কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ তোলা হয়।
XS
SM
MD
LG