অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া বিষয়ক তদন্তে প্রেসিডেন্ট ট্রাম্পকে অপরাধমূলক লক্ষ্য করা হয়নি- রবার্ট মুলার


ওয়াশিংটন পোস্ট মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ পরামর্শক রবার্ট মুলার গত মাসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবিদের বলেছিলেন যে তিনি তদন্তের অংশ হলেও তাকে অপরাধমূলক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়নি।

২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রচারণা দলের সহায়তা করেছে রাশিয়া, বিষয়টি নিয়ে চলমান তদন্তে স্পেশাল কন্সুল রবার্ট মুলার বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায় ধারণা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে, ট্রামকে জয়ী হওয়ায় সহায়তা করেন। ডনাল্ড ট্রাম্প বারবারই ওই অভিযোগ অস্বীকার করেন।

XS
SM
MD
LG