মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের ঘোষণা দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী কার্সটেন নিলসেন বলেছেন, “প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি”।
মেক্সিকো সীমান্তে মধ্য আমেরিকান কয়েকটি দেশের কয়েকশ অভিবাসন প্রত্যাশি মানুষ জড়ো হওয়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সীমান্ত নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়েছে। এই বিষয়টি এবং যুক্তরাষ্ট্রে অভিবাসি সম্প্রদায়ের অবস্থা, অভিবাসন সংস্কারসহ নানা বিষয় নিয়ে আজকের আলোচনায় যোগ দিচ্ছেন নিউইয়র্কে বসবাসরত দুইজন অভিবাসন পেশাজীবি- মাইনুদ্দিন নাসের এবং নাসরীন আহমেদ।