অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালে ভারতীয় বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির


তিনদিনের ভারত সফরে এসে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নেপালে ভারতীয় শিল্পপতি বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। ভারতীয় শিল্পপতিদের উদ্দেশে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বলেছেন নেপাল সুষ্ঠু বাণিজ্যিক পরিসর দিতে সক্ষম। কাজেই ভারতীয় শিল্পপতিরা নেপালের পরিকাঠামো, পর্যটন, শক্তি, কৃষি ও তথ্যপ্রযুক্তি শাখায় বিনিয়োগ করতে পারেন। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ড্রাসট্রিজ (সিআইআই)সহ অন্যান্য শিল্প সংগঠন আয়োজিত ইন্দো-নেপাল বাণিজ্য ফোরামে কে পি শর্মা ওলি জানিয়েছেন নেপালে এক শক্তিশালী সরকার রয়েছে। কাজেই সরকারের স্থায়িত্ব বিভিন্ন নীতির বাস্তবায়ন ও ধারাবাহিকতাকে বজায় রাখা। এখন নেপালে আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে। সে কারণে বিদেশি বিনিয়োগকারীদের সেখানে লগ্নিতে কোনও সমস্যা নেই। কে পি শর্মা ওলির আবেদন এই মুহূর্তে নেপালের সব ক্ষেত্রেই বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, ‘ভারত গোটা বিশ্বে বিনিয়োগ করছে। তাহলে কেন তারা তাদের একেবারে পাশের দেশে বিনিয়োগ করবে না? ভৌগোলিক সুবিধা ছাড়াও সেখানে যাতায়াতের সুবিধা এবং সাংস্কৃতিক সাদৃশ্য রয়েছে। নেপালে এই সবকিছুই আপনাদের বিনিয়োগে সহায়ক। এই সুযোগ গ্রহণ করুন। নেপাল বিনিয়োগের ক্ষেত্রে শিল্পপতিদের কী কী সুবিধা রয়েছে সংশ্লিষ্ট ফোরামেও তুলে ধরেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। তিনি দাবি করেন, নেপালে যেকোনও ক্ষেত্রে বিনিয়োগই লগ্নিকারীদের লাভের মুখ দেখাবে। তাঁর মতে, নেপাল সরকার শিল্পপতিদের সবরকম সুবিধা দিতে প্রস্তুত যা তাদের বিনিয়োগের জন্য প্রয়োজন।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG