অ্যাকসেসিবিলিটি লিংক

দামেস্কের গ্যাস হামলা তদন্তে জাতিসংঘের রাসায়নিক গ্যাস বিশেষজ্ঞদের দল


গত সপ্তাহান্তে দামেস্কের কাছে গ্যাস হামলায় কয়েক ডজন মানুষ মারা যাওয়ার বিষয়টি তদন্তে সিরিয়া সরকার জাতিসংঘের রাসায়নিক গ্যাস বিশেষজ্ঞদেরকে আমন্ত্রণ জানিয়েছেন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় জানায় দউমা শহরে সংঘঠিত ঐ হামলা তদন্তে সরকার জাতিসংঘ তদন্তকারীদেরকে সর্বতভাবে সহায়তা করবে।

হোয়াইট হাউজ থেকে মঙ্গলবার বলা হয় সিরিয়ার বিষয়টির গুরুত্ব দিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ল্যাটিন আমেরিকায় তাঁর প্রথম সফর বাতিল করেছেন। তাঁর বদলে চলতি সপ্তার শেষে অনুষ্ঠিতব্য আমেরিকান সম্মেলনে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তাঁর প্রশাসন অপেক্ষা করছে সম্ভাব্য রাসায়নিক হামলার বিষযটি কি দাঁড়ায় তা দেখার। বিদ্রোহী অধ্যুষিত পূর্ব ঘৌতায় শনিবারের হামলায় ৪০ জন মারা যান। প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের অমানবিক কর্মকান্ড বন্ধে যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেন।

জাতিসংঘ মহাসচিব এ্যান্টনিও গুটিরেজ সিরিয়ায় ভয়াবহ হামলার নিন্দা প্রকাশ করে সিরিয়ার অসহায় মানুষদের সহায়তার আহবান জানান।

সিরিয়া সরকার রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করে। রাশিয়া বলেছে সিরিয়া সরকার যে তা করেছে তার পক্ষে কোনো প্রমান নেই। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন যুক্তরাষ্ট্র ঐ হামলার বিষয়ে বৈরী আবস্থান নিয়েছে এবং বাস্তবতা বুঝতে চাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন সালিভান ও বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেন। ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো শনিবারের হামলা নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে।

XS
SM
MD
LG