ফেসবুক কোম্পানিটি একটি নতুন সফটওয়্যার টুল অথবা সরঞ্জাম প্রকাশ করেছে যার সাহায্যে ফেসবুক ব্যবহারকারীরা খুব সহজেই খবর এবং প্রকাশকদের মূল্যায়ন করতে সক্ষম হবেন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সমস্ত ব্যবহারকারীদের জন্য ফেসবুকের নিউজ ফিডের পরিবর্তন চালু করা হয়েছ্রে।
ফেসবুক বলছে এই টুলটি গবেষণার উপর ভিত্তি করে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যে কোনও ধরণের তথ্য সনাক্ত করা যায় এবং কোন খবরটি বিশ্বাসযোগ্য এবং বিশ্বস্ত তাও নির্ধারণে এটি সবচেয়ে সহায়ক হতে পারে।
ফেসবুক বলেছে যে এটি অন্যান্য দেশে নিউজ ফিডের পরিবর্তন পরীক্ষা করছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে প্রকাশের কথা বিবেচনা করছে।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ফেসবুকে মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে এ বিষয়ে VOA-এর সংবাদদাতা Bryan Lynnএর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ও শাহাদাত হোসেন সবুজ।