অ্যাকসেসিবিলিটি লিংক

সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া


রাশিয়ার মদতপুষ্ট হ্যাকাররা এ্যামেরিকান ও বৃটিশ ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারী সংস্থাগুলোর বিরুদ্ধে সাইবার হামলা আরো জোরদার করে তুলেছে বলে যুক্তরাষ্ট্র ও বৃটেন যে সব অভিযোগ আনছে রাশিয়া সেসব অভিযোগের যাথার্থ প্রত্যাখ্যান করেছে।

ক্রেমলীনের মূখপাত্র দিমিত্রি পেসকফ বলেছেন- নতুন এসব অভিযোগের ভিত্তি যে কি আমরা তা জানিনা। নিয়মিতভাবে অনুষ্ঠিত সাংবাদিক অবহিতকরন বৈঠকে একথা বলেন তিনি। বলেন- লন্ডন ও ওয়াশিংটন কোনো প্রমানাদি উপস্থাপন করেনি। অভিযোগগুলোকে তিনি ভিত্তিহীন, অবান্তর বলে উড়িয়ে দিয়েছেন।

ওয়াশিংটন ও লন্ডন বলছে- ঢালাও, দুনিয়াজুড়ে পরিচালিত এ হ্যাকিং তৎপরতা শুরু হয়েছিলো দু’ হাজার পনেরো সালে এবং এর মধ্যে দিয়েই আক্রমনাত্মক তৎপরতার সূচনা ঘটতে পারে।

হোমল্যান্ড সিকিউরিটি দফতর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফ বি আই এবং বৃটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের পক্ষ হতে এসব হূঁশিয়ারী জারি করা হয়েছে এবং এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কি ব্যবস্থা গ্রহন করা উচিত সে পরামর্শও বিধৃত করা হয়েছে।

XS
SM
MD
LG