অ্যাকসেসিবিলিটি লিংক

রাসায়নিক অস্ত্র নজরদারী সংস্থার পরিদর্শকেরা ডূমায় পৌঁছেছেন


সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে বলা হ’চ্ছে বৈশ্বিক রাসায়নিক অস্ত্র নজরদারী সংস্থার পরিদর্শকেরা এখন ডূমায় গিয়ে প্রবেশ করেছেন। ওখানটাতে সন্দেহজনক রাসায়নিক হামলায় এ মাসের গোড়ার দিকে ডজন কে ডজন মানুষের প্রাণ বিনাশ ঘটে।

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা OPCW-র তরফে এ ব্যাপারে তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে রাশিয়া দামেস্কের অদূরবর্তী ডূমার ঐ প্রাণঘাতি হামলার তদন্ত কাজে বাগড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে এতে করে বিশেষজ্ঞদের কাজে আরো জটিলতার সৃষ্টি হচ্ছে।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মূখপাত্রী হেদার ন্যুয়ার্ট বলেছেন তারা বোধয় বুঝতে পেরেছে যে এলাকাটাতে তদন্তানুসন্ধানের কাজটা যতোই বিলম্বিত করা যায়, রাসায়নিক দ্রব্যাদির আলামত ততোই উধাও, বিলীন হতে থাকবে। রাশিয়া বলছে শনিবারদিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও বৃটেন মিলে যে সিরিয়ার তিন রাসায়নিক অস্ত্র স্থাপনায় বিমান হামলা চালায় সেই তাতে করেই তদন্ত কাজের ঐ বিলম্ব ঘটেছে।

নিউ ইয়র্কে জাতিসংঘের কর্মকর্তারা এ বক্তব্য খারিজ করে দিয়েছেন।

XS
SM
MD
LG