মঙ্গলবার থেকে ভারতের বহু জায়গায় ব্যাঙ্কের এটিএম থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে যায়। সারা দিনে এই নোট সঙ্কট ক্রমশ গভীরতর হয়ে উঠতে থাকে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুণ জেটলি ২/৩ দিনের মধ্যে সমস্যা মিটে যাবার আশ্বাস দিলেও সাধারণ মানুষ তাতে ভরসা রাখতে পারছেন না। বিষয়টি নিয়ে সেলিম হোসেন কথা বলছেন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে।