অ্যাকসেসিবিলিটি লিংক

টরেন্টোর ফুটপাতে গাড়ী তুলে দিয়ে ১০ জনকে হত্যা


কানাডার টরেন্টোর রাস্তার ফুটপাতে গাড়ী তুলে দিয়ে ১০ জন পথচারীকে হত্যা ও ১৫ জনকে আহত করার দায়ে ধৃত ঘাতক এ্যালেক মিনাসিয়ানকে মঙ্গলবার আদালতে হাজির করা হচ্ছে।

কানাডিয়ান পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান করছে। টরেন্টো পুলিশ প্রধান মার্ক সাউন্ডার্স বলেছেন টরেন্টোর পাশের একটি শহরের অধিবাসি ২৫ বছর বয়সি এ্যালেকর ওই হামলা নি:সন্দেহে পূর্ব পরিকল্পিত।

কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী রাল্ফ গুডেল বলেন বিষয়টি নিয়ে নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে তার মনে হয়েছে ঘটনার সঙ্গে জাতীয় নিরাপত্তার সংশ্লেষ রয়েছে।

সাম্প্রতিক সময়ে এটি কানাডায় সবচেয়ে ভয়াবহ হত্যাকান্ড। যুক্তরাষ্ট্র ও ইউরোপে এর আগে ঘটে যিওয়া ইসলামিক ষ্টেটের গাড়ী হামলাগুলোর সঙ্গে এই ঘটনার মিল থাকলেও এটি যে সন্ত্রাসী ঘটনা তা এখনো প্রমানিত হয়নি।

প্রধামন্ত্রী জাস্টিন ট্রুডো একে দু:খজনক ও উন্মাদের কাজ বলে অভিহিত করেছেন। হোয়াইট হাউজ এক বার্তায় বলেছে যুক্তরাষ্ট্র কানাডার মানুষের সঙ্গে আছে এবং যে কোনো বিষয়ে সহায়তায় প্রস্তুত।

XS
SM
MD
LG