অ্যাকসেসিবিলিটি লিংক

কিম জং উনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনার মূল লক্ষ্য পরমাণু মুক্ত করা


হোয়াইট হাউজ বলেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আলোচনার মূল লক্ষ্য উত্তর কোরিয়াকে পরমানু মুক্ত করা। আর সেই লক্ষ্য পূরণে পিয়ংইয়ং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান ‘ম্যাক্সিমাম প্রেশার’ বা সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণা অব্যাহত থাকবে। চালু থাকবে উত্তর কোরিয়ার ওপর আরোপিত সকল ধরনের নিষেধাজ্ঞাও।

হোয়াইট হাউজ প্রেসে সেক্রেটারী সারাহ হাকাবী স্যান্ডার্স ভয়েস অব আমেরিকাকে বলেন যতোদিন না উত্তর কোরিয়ার পরমানূ কর্মসূচী বন্ধে নিশ্চিত সিদ্ধান্ত হবে ততোদিন দেশটির বিরুদ্ধে সকল ধরনের ব্যবস্থা চালু থাকবে। বলেন, ‘উত্তর কোরিয়ার মুখের কথাকে আমরা গ্রহণ করবো না’।

স্যান্ডার্স বলেন ইতিমধ্যেই উত্তর কোরিয়ার পক্ষ থেকে কিছু ইতিবাচক সাড়া মিলেছে। পারমানবিক পরীক্ষা এবং আন্ত:মহাদেশীয় দূরপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন কিম।

প্রেসিডেন্ট ট্রাম্পও রবিবার টুইটারে বলেন, “আমরা এখনো কোনো কিছু তুলে নেইনি এবং তারা পরমানুমুক্তকরণ, স্থাপনা বন্ধ এবং আর কোনো পরীক্ষা না করার ঘোষণা দিয়েছে”।

XS
SM
MD
LG