অ্যাকসেসিবিলিটি লিংক

ডাকার আওতায় ৭ লক্ষ্য নবীন বয়সী অভিবাসি সম্পর্কে আদালতের নতুন নির্দেশ


যুক্তরাষ্ট্রে, ফেডারেল আদালতের এক বিচারক সাত লক্ষ অনিবন্ধীকৃত নবীন বয়সী অভিবাসি, যারা কিনা স্বপ্নাবিস্ট বলে পরিচিত সেই তাদের বহিস্করণ সংরক্ষণ পূর্ববত যথাস্থানে বহাল রাখার জন্যে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

ঐ যে শিশুকালে এ দেশে এসেছিলো বা আনা হয়েছিলো যাদেরকে তাদের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহন আপাতত: স্থগিত রাখার যে কর্মসূচী সেই Deferred Action for Childhood Arrivals, খতম করা নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উদ্যোগে তীর্য ভর্ৎসনা প্রকাশ করে ডিস্ট্রিক্ট জাজ জন বেইটস ঐ কর্মসুচীর আওতায় নতুন দরখাস্ত গ্রহন করতে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি দফতরকে নির্দেশ দিয়েছেন।

ঐ কর্মসূচী বলবত করা হয়েছিলো দু’হাজার বারো সালে পুর্বতন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে। অপ্রাপ্ত বয়সে এদেশে এসেছিলো, নিবন্ধীকৃত হয়নি, এমনি নবীন নবীনাদের যারা কিনা হাইস্কুলে ভর্তি হয় বা হাইস্কুল পাশ করে এবং মারাত্মক কোনো অপরাধের কোনো রেকর্ড নেই, তারা এদেশে থাকতে পারবে, কাজকর্ম করতে পারবে, দু’বছর অন্তর নবায়নযোগ্য মেয়াদে এবং তাদেরকে বহিস্কার করা হবে, এরকম কোনো ভয়ভীতির সম্মুখীন তাদেরকে হতে হবেনা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি দফতর দু’হাজার সতেরোয় এ কর্মসূচী খারিজ করে দেয়। বিচারপতি বেইটস তাঁর রায়ে লিখেছেন- Deferred Action for Childhood Arrivals বা ডাকা খারিজ করার যে সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি দফতরের, তা ছিলো অযৌক্তিক-মর্জিমাফিক সিদ্ধান্ত, আইন বিগর্হিত তা। ট্রাম্প প্রশাসনের তরফে এ ব্যাপারে তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

XS
SM
MD
LG