অ্যাকসেসিবিলিটি লিংক

চিন আর ভারত সম্পর্কে নতুন উষ্ণতা


​দীর্ঘ কয়েক বছর পরস্পরকে অবিশ্বাস আর সন্দেহের আবহের ইতি ঘটিয়ে চিন আর ভারত যেন পারস্পরিক সম্পর্কে নতুন উষ্ণতা আনতে চলেছে। প্রথম পদক্ষেপ চিনা প্রেসিডেন্ট শি জিনপিং আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ২ দিনের ঘরোয়া শীর্ষ বৈঠক। কোনও নির্দিষ্ট কর্মসূচি ছাড়াই শুক্র ও শনিবার দুজনে মন খুলে কথাবার্তা বললেন। এই সাফল্যে খুশি মোদি আর জিনপিং শনিবার জানালেন, আগামী বছর ভারতে ফের এমন বৈঠকে বসবেন তাঁরা। এ যেন পঞ্চাশের দশকের হিন্দি-চিনি ভাই-ভাই যুগে ফিরে যাওয়া।ভারতই নত হয়ে চিনকে এমন বৈঠকের জন্য অনুরোধ করেছিল কিনা, তা নিয়ে মাথা ঘামাচ্ছেন অনেকে। আসল কথা, চিনের সঙ্গে পাঞ্জা লড়া যে ভারতের পক্ষে সহজ নয়, তা বুঝেই ভারত সন্ধির পথ বেছে নিয়েছে, এমনটাই ধারণা। ঠিক এর আগেই দুই কোরিয়ার রাষ্ট্রনায়কেরা দীর্ঘ শৈত্যের কাল শেষ করে সহযোগিতার বেছে নেওয়ার পরেই চিন-ভারতে সম্পর্কে বইতে শুরু করল সুপবন। সে তো গোটা পৃথিবীর পক্ষেই সুখবর।

please wait

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG