অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ার চা’এর দোকানে আত্মঘাতি আক্রমণে চারজন নিহত


আজ শনিবার প্রত্যক্ষদর্শী এবং কর্মকর্তারা জানিয়েছেন যে মধ্য সোমালিয়ার বিভক্ত শহর গালকায়োতে একটি চা’এর দোকানে একজন আত্মঘাতি বোমাবাজ আক্রমণ চালালে সোমালি সরকারের অন্তত চার জন্য সৈন্য নিহত এবং ছ জন আহত হয়েছে। আধা স্বায়ত্বশাসিত পান্টল্যান্ড অঞ্চল নিয়ন্ত্রিত শহরের উত্তর দিকে এই হামলার ঘটনা ঘটে।

ভয়েস অফ আমেরিকাকে একজন প্রত্যক্ষদর্শী জানান যে আত্মঘাতী বর্মে সজ্জিত একজন তরুণ সেই রেস্টুরেন্টের দিকে দৌড় দিয়ে যায় এবং নিজের শরীরে বিস্ফোরণ ঘটায়, যেখানে নিরাপত্তা কর্মকর্তা এবং তাঁদের রক্ষীরা সমবেত হয়েছিলেন।

ঐ অঞ্চলের সরকারি কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন যে ঐ আক্রমণে নিহতদের মধ্যে ছিলেন দু জন পদস্থ সামরিক কর্মকর্তা। ঐ শহরের সুরক্ষায় নিয়োজিত টহল দলের কমান্ডার কর্নেল আব্দি হুকুন আব্দুল্লাহি মোহাম্মদ, সোমালিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আব্দিকানি আহমেদ গেইর, সামরিক বাহিনীর আরও একজন কর্ণেল এবং প্রহরীদের একজন নিহত হন বলে সোমালিয়ার নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন। তাৎক্ষণিক ভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি তবে আক্রমণের ধরণ দেখে মনে হয়, এটি আল শাবাবেরই আক্রমণ। শহরের মেয়র হিরসি ইউসুফ বার সংবাদদাতাদের বলেন যে তাঁরা এই আক্রমণের বিষয়টি তদন্ত করে দেখছেন।

.

XS
SM
MD
LG