অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনর রাজধানীতে বিমান আক্রমণে দুজনকে হত্যা


সৌদি নের্তৃত্বাধীন জোট আজ ইয়েমেনর রাজধানীতে বিমান আক্রমণ চালিয়ে সশস্ত্র হুথি দলের দু জন নেতাকে হত্যা করেছে। সা’নায় এই আকম্রণে অন্য আর ক’জন মারা গেছে সেটা পরিস্কার নয়।সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন নিহতের সংখ্যা ৫০ জনেরো বেশি বলছে তবে আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে হুথির স্বরাষ্ট্র মন্ত্রক ভবনে ঐ হামলায় অন্তত ৩৮ জন বিদ্রোহী নিহত হয়।

২০১৫ সালের মার্চ থেকে এ পর্যন্ত ইয়েমেন কুড়ি লক্ষ লোক বাস্তুচ্যূত হয়েছে। সেই সময় থেকে সৌদি নের্তৃত্বাধীন জোট, ইয়েমেন সরকারের সমর্থনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বোমা অভিযান শুরু হয়।

বিশ্বের সব চেয়ে বড় মানবিক সংকটের স্থান এই ইয়েমেনে দুই কো্টি কুড়ি লক্ষের ও বেশি লোকের মানবিক সাহায্যের প্রয়োজন রয়েছে। ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে সেখানে চলমান সংঘাত, ভেঙ্গে পড়া অর্থনীতি, সামাজিক পরিষেবার অভাবের কারণে সেখানে সাহায্যের প্রয়োজন বেড়ে চলেছে।

XS
SM
MD
LG