অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে আটক রয়টার্সের দু’ই সাংবাদিকের বিষয়ে আদালতের শুনানী


রয়টার্স বার্তা সংস্থার দু’ই সাংবাদিক কথিত রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়েছেন, এমোনভাবে পুলিশই তাঁদেরকে ফন্দি ক’রে সাজানো মামলায় আটকিয়েছে -দু’ই সাক্ষির এহেন জবানবন্দী খারিজ করবার অনুরোধ মিয়াম্মারের এক বিচারক প্রত্যাখ্যান করেছেন।

পুলিশ ক্যাপটেইন মৌ ইয়াং নায়িং বিবাদী পক্ষের অপর সাক্ষিদের বক্তব্যের বিপরিতে গত মাসে বলেন – তাঁর উর্ধতন সহকর্মি ফন্দি কষে দু’ই পুলিশ কর্মির সঙ্গে ঐ দু’ই সাংবাদিক ৩১ বছর বয়সী ওয়া লৌন এবং ২৭ বছর বয়সী কিয়াও সৌ ঊর সাক্ষাতের বন্দোবস্ত করেন এক রেস্টুরেন্টে এবং তাঁদেরকে ফাঁসানোর ফন্দিতে গুরুত্বপূর্ণ গোপন তথ্য বলে কিছু কাগজপত্র তাঁদের হাতে গূঁজে দেন।

বিবাদী পক্ষ ঐ পুলিশ ক্যাপটেইনকে ভরসাযোগ্য সাক্ষি নন ব’লে চিহ্নিত করাবার চেষ্টা চালায়।

রয়টার্সের ঐ দু’ই সাংবাদিক গ্রেফতার হয়েছিলেন ডিসেম্বরের ১২ তারিখে। ঐ দু’ই সাংবাদিক রাখাইন প্রদেশে, সামরিক বাহিনীর নৃশংস অভিযানের খবরাখবর সংগ্রহের কাজে ব্যাপৃত ছিলেন। ঐ অভিযানের তাড়া খেয়ে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে গিয়ে আশ্রয় নিয়েছেন সেই গত বছরের আগস্ট মাস থেকে শুরু করে।

সরকারী গোপন তথ্য পাচারের দায়ে অভিযুক্ত ঐ দু’ই সাংবাদিক দোষি সাব্যস্ত হ’লে তাঁদের ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে।

এ আইনটির প্রবর্তন হয়েছিলো সেই ১৯ শ’ ২৩ সালে, মিয়াম্মার যখন কিনা বৃটিশ শাসনাধীনে ছিলো।

XS
SM
MD
LG