অ্যাকসেসিবিলিটি লিংক

রাঙ্গামাটি পার্বত্য জেলায় গত দুই দিনে দুর্বৃত্তদের গুলিতে ৬ ব্যক্তি নিহত


বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের রাঙ্গামাটি পার্বত্য জেলায় গত দুই দিনে দুর্বৃত্তদের গুলিতে ৬ ব্যক্তি নিহত হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনী হত্যাকারীদের গ্রেফতারের জন্য ব্যাপক অভিযান শুরু করেছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ এবং সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার পুলিশ সাংবাদিকদের জানিয়েছে জেলার নানিয়ারচর উপজেলায়, যেখানে বৃহস্পতিবার এবং শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে ওই

উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাসহ ৬ ব্যক্তি নিহত হয়েছেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জরদার করা হয়েছে এবং অতিরিক্ত

পুলিশ এবং সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:41 0:00


এদিকে, পাহাড়িদের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের রাজনীতি

নিষিদ্ধ করাসহ তিন দফা দাবিতে তিন পার্বত্য জেলায় সোম ও মঙ্গলবার টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বাঙালি ছাত্র পরিষদ

ও পার্বত্য নাগরিক ফোরাম । তাদের ৩ দফা দাবির মধ্যে আরও রয়েছে নানিয়ারচরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার এবং অপহৃত ৩ বাঙ্গালি যুবুককে জীবিত উদ্ধার।

সংগঠন দুইটি একই দাবিতে রোববার খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। জহুরুল আলমের রিপোর্ট।

XS
SM
MD
LG