অ্যাকসেসিবিলিটি লিংক

আইসিসি বাংলাদেশের মতামত জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে


রোহিঙ্গা নিপীড়ন নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলা পরিচালনার আইনগত অধিকার আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি'র রয়েছে কিনা সে বিষয়ে আইসিসি বাংলাদেশের মতামত জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে।

হেগ ভিত্তিক আইসিসি'র প্রি ট্রায়াল চেম্বার চিঠিটি বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার বিষয়টিতে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধের আলামত থাকায় তা নিয়ে মামলা পরিচালনার আদেশ দেওয়ার সুযোগ আছে কি না তা জানতে চেয়ে প্রসিকিউটর ফাটু বিনসুদা ৯ই এপ্রিল আবেদন করেন।

সূত্র জানিয়েছে ওই আবেদনটি বিচার প্রক্রিয়ায় যাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশি কর্তৃপক্ষের মতামত আইসিসিকে সহায়তা করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, আইসিসি প্রসিকিউটরের ওই আবেদনের খবরে গভীর উদ্বেগ জানিয়েছে মিয়ানমার সরকার। অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ফোরটিফাই রাইটস বুধবার এক বিবৃতিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো অপরাধের তদন্ত ও বিচার করতে আইসিসিকে উৎসাহিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00


XS
SM
MD
LG