আজ মালায়েশিয়ার জনগণ সেখানকার সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন। মনে করা হচ্ছে এই নির্বাচনে খুব সামান্য ভোটের ব্যবধানে দীর্ঘ দিন ধরে ক্ষমতাসী বারিসান ন্যাশনাল কোয়ালিশন জয়লাভ করবে। প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক,৯২ বছর বয়সী সাবেক প্রধান মন্ত্রী মাহাথির মোহাম্মদের নের্তৃত্বাধীন বিরোধী দলগুলোর জোটের কাছ থেকে খুব কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। মাহাথির ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত শক্ত হাতে মালায়েশিয়া শাসন করেন। নাজিব রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল সংশ্লিষ্ট বড় রকমের আর্থিক কেলেংকারিতে জড়িয়ে পড়েন । তা ছাড়া তিনি জনগণের কাছে অপ্রিয় বিক্রয় কর আরোপ করেন, যা গ্রামের দরিদ্র লোকজনের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। মাহাথির তাঁর সাবেক সহকারি,বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের সঙ্গে, নাজিবের বিরুদ্ধে এই নির্বাচনী লড়াইয়ে যোগ দিয়েছেন। আনোয়ার ইব্রাহিম সমকামিতার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে কারারুদ্ধ রয়েছেন। বিশ্লেষকরা বলছেন যে ১৯৫৭ সালে মালায়েশিয়ার স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল দল,পর পর দ্বিতীয়বারের মতো জনপ্রিয় ভোট হারাতে পারে কিন্তু সংসদে এখনো তারা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে কারণ সরকার নির্বাচনী এলাকার মানচিত্র ভিন্ন ভাবে গঠন করেছে।
মালায়েশিয়ার জনগণ সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন
