অ্যাকসেসিবিলিটি লিংক

দু'দিনের নেপাল সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


ভারত ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই দু'দিনের নেপাল সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেদেশে প্রধানমন্ত্রীর সফরসূচিতে ধর্মস্থানের আধিক্য দেখে কটাক্ষ শুরু করেছেন অনেকে। নিন্দুকরা বলছেন, যেন তীর্থযাত্রায় গিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ শনিবার ভারতীয় সময় সকালে মুক্তিনাথ মন্দিরে পুজো দেওয়ার পর বেলায় কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে যান প্রধানমন্ত্রী। সেখানে রীতি মেনে পুজোও দেন তিনি। প্রসংগত বলা যেতে পারে দু'দিনের নেপাল সফরের শুরুতে গতকাল শুক্রবার নরেন্দ্র মোদী যান জনকপুর মন্দিরে। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেখানেই প্রস্তাবিত অরুণ- তিন প্রকল্পের জন্য দু'দেশের মধ্যে মউ স্বাক্ষরিত হয়। ছহাজার কোটি টাকার এই প্রকল্পে নশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষমাত্রা রাখা হয়েছে। এরফলে নেপাল ও ভারত একযোগে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, সেখান থেকেই দুই দেশ যৌথভাবে রামায়ন সার্কিটের ঘোষণা করে। এর মাধ্যমে অযোধ্যা, নান্দিগ্রাম, চিত্রকূটের মতো স্থানকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে কাজ করবে দুই দেশ বলে জানা গেছে। শনিবার সকালে কাঠমান্ডুতে একগুচ্ছ অনুষ্ঠানে ওযোগ দেন নরেন্দ্র মোদী। বিকেলে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি ও উপ-রাষ্ট্রপতি নরেন্দ্র বাহাদুর পানের সঙ্গে সাক্ষাত করে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী বলে খবর।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG