মিয়ান্মারের উত্তরাঞ্চলের একটি জাতিগোষ্ঠিগত বিদ্রোহী দল চীন সীমান্তের কাছাকাছি একটি ক্যাসিনোতে নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ চালালে ১৫ জন অসামরিক লোক এবং নিরাপত্তা বাহিনীর চার জন সদস্য এতে নিহত হয়। আহত হয় আরও কুড়িজন।
সরকারি মুখপাত্র জাও হাতেই বলেন যে বিদ্রোহীদের এই অভিযান ছিল, ধ্বংসাত্মক সন্ত্রাসী হামলা। বিদ্রোহী গোষ্ঠি Ta'ang National Liberation Army বা TNLA, শান অঙ্গরাজ্যের মিউজ শহরে আজ এই আক্রমণের দায় স্বীকার করে।
TNLA ‘এর মুখপাত্র কর্ণেল তার আইক কিয়াও বলেন যে এই হামলার লক্ষ্য ছিল সেনাসদস্যরা এবং মিলিশিয়া যারা কীনা এই ক্যাসিনো পরিচালনা করে। তবে তিনি স্বীকার করেন যে এই ক্রসফায়ারে অসামরিক লোকজন ও হতাহত হতে পারে।
শান রাজ্যটি মিয়ান্মার এবং চীনের ইউনান প্রদেশের সীমান্তে অবস্থিত এবং সেখানে দু দেশের মধ্যে ব্যবসা বানিজ্য হয়ে থাকে। হচ্ছে অনেকগুলো দলের মধ্যে একটি যারা কীনা মিয়ান্মারের উত্তরাঞ্চলের জন্য আরো স্বায়ত্বশাসনের জন্য লড়াই করছে।