অ্যাকসেসিবিলিটি লিংক

বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা হবে শনিবার


karnataka election
karnataka election

বিজেপি নেতা বি.এস. ইয়েদুরাপ্পা কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন গত কাল। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চ রায় দিল, রাজ্যপালের কথামত ১৫ দিন নয়, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা হবে শনিবার। এই রায়ে খুশি কংগ্রেস ও জেডিএস দল। মুষড়ে পড়েছে বিজেপি। বিধায়ক কেনাবেচা করে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ মাত্র ১ দিনে প্রায় অসম্ভব। এই রায়কে ঐতিহাসিক বললেন কংগ্রেসের আইনজীবি অভিষেক মনু সিংভি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে কত সময় মিলবে, তা এত দিনের রাজ্যপালের মর্জির ওপর নির্ভর করত। এ বার হয়তো সুপ্রিম কোর্টের এই নির্দেশ একটা নজির হয়ে থাকবে। সব পরিষ্কার হয়ে যাবে শনিবার বিকেল ৪টের সময়।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG