অ্যাকসেসিবিলিটি লিংক

এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেবার চেষ্টা ব্যর্থ হল


ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেবার চেষ্টা আপাতত ব্যর্থ হল। খরিদ্দার জুটছে না। অবশ্য সংস্থার পুঞ্জিভূত লোকসান ৪৮,৭৮১ কোটি টাকা হলে বিক্রি স্বভাবতই সহজ নয়। গোড়ায় কয়েকটি দেশি-বিদেশি সংস্থা খোঁজ-খবর নিয়েও পিছিয়ে যায়। এই পুরনো সংস্থাটি দীর্ঘ দিন আগে স্থাপন করেছিল টাটা শিল্পগোষ্ঠী। এ বার তারাও খোঁজ নিয়েছিল। কি দামে বিক্রি হতে পারে এয়ার ইন্ডিয়া? কেবল যারা সবোর্চ্চ দর দেবে, তারাই যে পাবে, এমন নয়। সংস্থার ন্যায্য দাম নির্ধারণের জন্য নিয়োগ করা হয়েছে বিশেষজ্ঞ সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ংকে। তারা যা দাম নির্ধারণ করবে, সেটাই সম্ভবত গ্রাহ্য করা হবে খদ্দের বাছাইয়ের ক্ষেত্রে।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG