অ্যাকসেসিবিলিটি লিংক

'একরামুল হককে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে' অভিযোগ নিহতের স্ত্রীর


কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক মাদক বিরোধী অভিযানে বন্দুক যুদ্ধে নিহত হওয়ার ঘটনাকে তার স্ত্রী ঠান্ডা মাথায় হত্যার অভিযোগ করার একদিন পর শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এমন কোন ঘটনা ঘটলে দোষীদের আইনের আওতায় আনা হবে।

ঢাকায় দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে একথা বলেছেন। এর আগে নিহত একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম শুক্রবার কক্স বাজারে এক সংবাদ সম্মেলনে কিছু অডিও ক্লিপ সরবরাহ করেন যেগুলোকে তিনি তাঁর স্বামী নিহত হওয়ার আগে তাঁর এবং সন্তানদের সাথে একরামুলের কথোপকথন এবং ঘটনা ঘটার সময় দুইটি গুলির শব্দের পর তার স্বামীর গোঙানির শব্দ বলে দাবি করেন। আয়েশা বেগম স্বামীকে নির্দোষ দাবি করে এ ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তি চেয়েছেন।

তবে র‍্যপিড একশান ব্যাটালিয়ন র‍্যাব নিহত একরামুলের স্ত্রীর অভিযোগকে পুরোপুরি অসত্য বলে আখ্যায়িত করেছে। উল্লেখ্য, গত ২৯ মে গভীর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুক যুদ্ধে’ নিহত হন একরামুল হক।


XS
SM
MD
LG