অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে পরিবহন খাতের নৈরাজ্য মহামারি আকার ধারণ করেছে


বাংলাদেশের পরিবহন খাতের নৈরাজ্য মহামারি আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন সুশীল সমাজ এবং মানবাধিকার ও পরিবেশবাদীদের ২৪ টি সংগঠনের প্রতিনিধিরা।

শনিবার ঢাকায় এ সকল সংগঠনের এক মানব বন্ধন কর্মসূচীতে তারা বলেন সুশাসন এবং জবাবদিহিতার অভাবেই এখাতে নৈরাজ্য বন্ধ করা যাচ্ছে না। তাঁরা অভিযোগ করেছেন এই নৈরাজ্যের করনে দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছেন অথবা আহত হয়ে পঙ্গুত্ব বরন করছেন।

দুর্ঘটনা বন্ধের জন্য সরকারের কোন উদ্যোগ এখনো দৃশ্যমান নয় বলে উল্লেখ করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল। নব বন্ধনে বক্তারা পরিবহণের মালিক এবং অন্যান্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ এর দেয়া তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রতিদিন নিহত হন ৬৪ জন।

XS
SM
MD
LG