বাংলাদেশের উন্নয়নের গতি অব্যাহত রাখতে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইআমএফ। শনিবার প্রকাশিত আইআমএফ এর বার্ষিক অর্থনৈতিক মূল্যায়নে এমন পরামর্শ দিয়ে বলেছে এ লক্ষ অর্জনের জন্য বাংলাদেশকে অবকাঠামোগত অন্তরায় সমূহ দূর করতে হবে এবং ব্যাংকিং খাতকে আর শক্তিশালী করতে হবে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থাটি বলেছে বাংলাদেশের প্রবৃদ্ধির হারের অর্জন গত এক দশকে গড়ে ৬ শতাংশ অব্যাহত থকায় গড় মাথাপিছু আয় বেড়েছে, দারিদ্র হ্রাস পেয়েছে এবং সামাজিক খাতে সূচকের অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশের অর্জন উল্লেখযোগ্য বলে আইআমএফ এর বার্ষিক অর্থনৈতিক মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।
মূল্যায়নে অবশ্য বলা হয়েছে নিন্ম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের রাজস্ব আয় জিডিপির মাত্র ৯ শতাংশ যা হওয়া উচিত অন্তত ১৫ শতাংশ। এতে বলা হয়েছে বিনিয়োগ বাড়ানোর জন্য পর্যাপ্ত অবকাঠামোগত উন্নয়নের জন্য চাই পর্যাপ্ত রাজস্ব আয়। এতে বলা হয় বিনিয়োগ হলে কর্মসংস্থান বাড়বে যা দারিদ্র দূর করতে বাংলাদেশকে সহায়তা করবে।