যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার জের ধরে যুক্তরাস্ট্র-মেক্সকো সীমান্তে সাম্প্রতিক অবৈধ অভিবাসন বিরোধী এক অভিযানে ২ হাজার শিশুকে আলাদা করা হয়েছে তাদের বাবা মা থেকে। মানবাধিকার কর্মী, আইনজীবি ও রাজনীতিকরা এর সমালোচনা করছেন। অনেকে প্রশ্ন তুলেছেন কোনদিকে যাচ্ছে অভিবাসিদের ভবিষ্যৎ। অপরদিকে সারা বিশ্বে বাড়ছে শরনার্থীর সংখ্যা যার অনেকেই বিভিন্ন দেশে আশ্রয়ের আবেদন করছেন। ভয়েস অব আমেরিকার বিভিন্ন সংবাদদাতাদের রিপোর্ট থেকে তথ্য নিয়ে রিপোর্ট করছেন সেলিম হোসেন।