বিশ্বকাপ ফুটবলের বৃহস্পতিবারের তিন ম্যাচের সবচেয়ে বড় দুর্ঘটনা ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনার বড় ব্যাবধানে হার। ক্রোয়েশিয়ার কাছে রাশিয়ার নিজনি নভগোরোদে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলে হারে।
দিনের অপর দুই খেলার প্রথমটিতে অস্ট্রেলিয়া ও ডেনমার্কের খেলা ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয়টিনে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে পেরু।
আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার খেলায় তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। আর্জেন্টিনার গোলরক্ষক উইলি কাবাইয়েরো খানিকটা আত্মঘাতি ঘটনার মতো বল এগিয়ে দেন ক্রোয়েশিয়ার ষ্ট্রাইকার আন্তে রেবিচের কাছে। সেটিই প্রথম গোল। দ্বিতীয় গোল করেন লুকা মদ্রিচ, ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে। শেষ গোলটি হয় ৯০ মিনিট শেষে বাড়তি সময়ে ইভান রাকিতিচের নৈপুন্যে।
এর আগে ‘সি’ গ্রুপের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে এবারকার অন্যতম ফেভারিট ফ্রান্স। আর দ্বিতীয় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পেরু। কিলিয়ান এমবাপের চমৎকার গোলে পেরুকে হারায় ফ্রান্স।
ডেনমার্কের সঙ্গে ড্র করে নক আউট পর্বে খেলার আশা বাচিয়ে রাখলৌ অস্ট্রেলিয়া।