প্রতি বছরই দেশে জরুরি অবস্থা জারির দিন - ১৯৭৫ সালের ২৫ জুন - ঘুরে ঘুরে আসে। চাপা উদ্বেগ থাকে- আবারও কি ফিরে আসতে পারে সেই দুঃস্বপ্নের দিনগুলি? ইন্দিরা গান্ধী জারি করেছিলেন জরুরি অবস্থা, তখন কংগ্রেসের যুক্তি ছিল, সেনাবাহিনিকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিচ্ছেন জয়প্রকাশ নারায়ন। জরুরি অবস্থা জারি ছাড়া উপায় কি? বিজেপি সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলির এখন মত - ইন্দিরার অর্থনৈতিক নীতিতেই সমস্যা ছিল। তাঁর নিয়ন্ত্রিত অর্থনীতি দেশের পক্ষে ক্ষতিকর হয়ে উঠছিল। নিজের রাজত্ব অব্যাহত রাখতে ভারতের গণতন্ত্রকে ইন্দিরা সাংবিধানিক একনায়কতন্ত্রে রূপান্তরিত করেছিলেন। তাঁর ধারণা ছিল, স্মাগলিং বন্ধ হলেই সরকারের ঘরে অনেক টাকা আসবে। তিনি গলা টিপে ধরেছিলেন গণতন্ত্রকেই।
কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।