অ্যাকসেসিবিলিটি লিংক

আশ্রয় প্রার্থীদেরকে সহায়তা দেয়ার বিষয়ে ইউরোপীয় নেতারা একমত


অভিবাসন ও আশ্রয় প্রার্থীদেরকে সহায়তার বিষয়ে ইউরোপীয় নেতারা একটি সিদ্ধান্তে পৌঁছেছেন।

ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন সিদ্ধান্তটি ভালো। এর আওতায় ইউরোপিয়ন ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসি ও আশ্রয় প্রার্থীদের জন্য রিসিপশন সেন্টার খোলা হবে এবং তাদেরকে সহায়তা করা হবে।

ব্রাসেলসে ইউরোপিয়ন ইউনিয়নের সম্মেলনে এ ধরনের সিদ্ধান্তের বিরোধীতা করেছিল ইটালী। তারা রোমের অভিবাসন সংকট নিরসনে আরো সহায়তা চেয়েছিল।

ইটালীর প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্টে বলেন ইটালী রিসিপশন সেন্টার খুলবে কি খুলবে না পরে সে সিদ্ধান্ত নেবে।

বলা হয়েছে ২০১৫ সালে ১.৮ মিলিয়ন ১৮ লক্ষ অভিবাসি সীমান্ত অতিক্রম করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশ করে। ইইউ প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক সম্মেলনের আগে এক বার্তায় লেখেন অবৈধ সীমান্ত অতিক্রমের হার ৯৬ শতাংশ কমে গেছে।

XS
SM
MD
LG