অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর


উত্তর কোরিয়াকে পরমানু অস্ত্রমুক্ত করার আলোচনা চলমান থাকা অবস্থায় ঐ অঞ্চলে সৃষ্ট উত্তেজনা নিয়ে জাপানকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

শুক্রবার জাপানের রাজধানী টোকিওয় জাপানী প্রতিরক্ষামন্ত্রী ইৎসুনোরি ওনোদেরার সঙ্গে বৈঠকে এ পরামর্ম দেন।

জেমস ম্যাটিস বলেন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার একটি জটিল অবস্থার মধ্যে থাকলেও জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ন সম্পর্ক সব সময়ই অটুট থাকবে।

জাপানী প্রতিরক্ষামন্ত্রী ওনোদেরা বলেন যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার জন্য রাজী হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জাপানের সঙ্গে ওই যৌথ মহড়া বাতিল করেছিলেন। উত্তর কোরিয়ার পক্ষ থেকেও আপত্তি ছিল ওই মহড়ার। তারা অভিযোগ করেছিল ওই মহড়া আধিপত্য বিস্তারের প্রয়াস। যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়ার পক্ষে ওই অভিযোগ অস্বীকার করা হয়।

বৃহস্পতিবার জেমস ম্যাটিস দক্ষিন কোরিয়া সফর করেন এবং বলেন দেশটির নিরাপত্তায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে। তারও আগে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন এবং দক্ষিন চীন সাগর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

XS
SM
MD
LG