অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নানা ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি পাঠানো হয়েছে


ফ্লরিডার কেপ কেনাভেরাল এয়ারফোর্স ষ্টেশন থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নানা ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি পাঠানো হয়েছে স্পেস এক্স ড্রাগন কার্গো উৎক্ষেপনের মধ্যে দিয়ে।

বেসরকারী অর্থায়নে মনুষ্যবিহীন ফ্যালকন-৯ রকেটটি নাসার তত্বাবধানে উৎক্ষেপন করা হয়। নাসা বলেছে ড্রাগন মহাকাশ যানটি, সেলুলার বায়োলজি, আর্থ সাইনআস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধমত্তা বিষয়ক ২ হাজার ৭০০ কালোগ্রাম ওজনের যন্ত্রপাতি বহন করছে।

এছাড়া রয়েছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের ক্রুদের জন্যে ঐ কেন্দ্রের মেডকেল অফিসার নভোচারী সেরেনা অনোন চ্যান্সেলরের চাওয়া ৬০ প্যাকেট ঘন কফিনযুক্ত কফি।

XS
SM
MD
LG