অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার সরকারের কাজকর্মে অসন্তুষ্টু হওয়ার কারনে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ


মিয়ানমারের নেত্রী অং সাং সুচি সরকারের কাজকর্মে অসন্তুষ্টু হওয়ার তারই দলের সাবেক নেতাকর্মীরা নতুন একটি দল গঠনের উদ্যোগ নিয়েছেন।

গনতন্ত্রের নামে সেনাবাহিনীর প্রভাবে চলমান সরকারের কাজকর্মে পরিবর্তন আনা এবং রোহিঙ্গা সংকটসহ নানা কারনে এই নতুন দল গঠনের উদ্যোগ বলে জানা গেছে।

২০১৫ সালের নির্বাচনে অং সাং সুচির National League for Democracy’s (NLD) এর বিজয়ের পরে দেশে পরিবর্তন আসবে বলে তাদের যে আশা ছিল তা পূরণ না হওয়ায় নতুন এই দল গঠনের প্রয়াস।

সুচির সাবেক সহযোগী কো কো গাই, যিনি ১৯৮৮ সালে ছাত্রাবস্থায় সেনা শাষনের বিরুদ্ধে ৮৮৮৮ জেনারেল ষ্ট্রাইক নামে প্রতিবাদ গড়ে তুলেছিলেন; তিনিই তরুন রাজনৈতিক কর্মীদের সঙ্গে নিয়ে নতুন দলটি গঠনের উদ্যোগ নিয়েছেন।

৫৬ বছর বয়সী কো কো গাই ১৭ বছর জেল খেটেছেন। Four Eights People’s Party নামে তার করা দল নির্বাচন কমিশনে গৃহীত হয়নি। দলের নাম ও লোগো পরিবর্তনের জন্য ১ মাস সময় দেয়া হয়েছে।

XS
SM
MD
LG