অ্যাকসেসিবিলিটি লিংক

মালিতে আফ্রিকান সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ২ সেনা জওয়ান নিহত


মধ্য মালিতে আফ্রিকান সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ২ সেনা জওয়ান ও একজন অসামরিক লোক নিহত হয়েছে।

হামলাকারীরা মালীর সি-৫ শেল সেনা ঘাঁটির সদর দরজার সামনে পাক করা একটি গাড়ী বিস্ফোরণ ঘটায় এবং গুলি করতে করতে ঘাঁটিতে ঢুকে পড়ে। ঐ ঘাঁটিতে বুরকিনা ফাসো, চাঁদ, মালি, মৌরিতানিয়া এবং নাইজেরের ৫ হাজার সেনা সদস্য অবস্থান করে।

জি-৫ শেল চেয়ারম্যান নাইজের প্রেসিডেন্ট মাহামাদু ইসৌফু মৃতের সংখ্যা নিশ্চিত করেন। কর্মকর্তারা বলেন দুজন সন্ত্রাসীও মারা গেছে।

XS
SM
MD
LG