অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটেনে আবারো নার্ভ এজেন্টের হামলার শিকার এক বৃটিশ দম্পতি


‌বৃটেনের শপিং মলে আবারো নার্ভ এজেন্ট হামলার শিকার হয়েছেন এক বৃটিশ দম্পতি।

রাশিয়ার সাবেক গোয়েন্দা সারগেই স্ক্রিপাল ও তার কন্যাকে বছরের শুরুর দিকে বৃটেনের একটি শপিং মলে যে নার্ভ এজেন্ট দিয়ে হামলা করা হয়, এই দম্পতির ওপরও একই ধরনের হামলা বলে মন্তব্য করেছেন বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ।

বৃহস্পতিবার লন্ডনে সাজিদ জাভিদ বলেন সারগেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়াকে যে নার্ভ এজেন্ট হামলাই করা হয়েছিল তা নিশ্চিত হওয়া গেছে। তবে বৃটিশ দম্পতি ডন স্টারগেস ও চার্লি রলিকে যে নার্ভ এজেন্ট হামলা করা হয়েছিল তার সঙ্গে সারগেই ও ইউলার হামমলায় ব্যবহৃত নার্ভ এজেন্ট একই রকম ছিল কিনা তা এখনো একশত ভাগ পরিস্কার নয়।

এ্যামেসবারির যেখানে মার্চ মাসে সারগেই ও ইউলাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল, শনিবার ঐ দম্পতিকে একই স্থানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।

নিরাপত্তা মন্ত্রী বেন ওয়ালেস বলেন তদন্তকারীরা ধারণা করছেন এই ঘটনাও মার্চ মাসের ঐ হামলার সঙ্গে সম্পৃক্ত কোনো ঘটনা।

এই বৃটিশ দম্পতির ওপর ওই হামলার পর বৃটেনের সাধারন মানুষের মধ্যে নিরাপত্তা জনিত ভীতির সঞ্চার হয়েছে।

XS
SM
MD
LG