অ্যাকসেসিবিলিটি লিংক

ষ্ট্যাচু অব লিবার্টির ওপরে চড়ায় এক নারী গ্রেফতার


প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ অভিবাসিদের প্রতি জিরো টলারেন্স নীতি এবং শিশুদেরকে পরিবারের কাছ থেকে আলাদা করার বিরোধিতা করতে এক নারী, ফোর্থ জুলাই স্বাধীনতা দিবসে মুক্তির প্রতিক নিউইয়র্কের ষ্ট্যাচু অব লিবার্টির ওপরে চড়লে তাকে পগ্রেফতার করা হয়।

ষ্টেটেন আইল্যান্ডের অধিবাসি তেরেসা ওকোমু নামের ওই নারীকে ট্রেসপ্যাসিং, অসদাচরণ এবং সরকারের সঙ্গে অসহযোগীতার অভিযোগে গ্রেফতার করা হয়। ওয়াল স্ট্রিট জার্নাল জানায় ৪৫ বছর বয়সী ওকোমুকে ফেডারেল ব্যুরো অব প্রিজনে রাখা হয়েছে।

XS
SM
MD
LG