কক্সবাজার শরনার্থী শিবিরে বসবাসকারী মিয়ানমার থেকে প্রানভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য এশিয়ান উন্নয়ন ব্যংক এডিবি প্রতিশ্রুত ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের মধ্যে প্রথম পর্বের ১০ কোটি ডলার অনুমোদন দেয়া হয়েছে।
এডিবি প্রেসিডেন্ট তাকেহিতো নাকাও বলেছেন মানবতার সেবাকে প্রাধান্য দিয়ে এডিবির প্রথম পর্বের বরাদ্দকৃত অর্থে খাদ্যাভাব, রোগ ও দুর্যোগে বিপর্যস্ত রোহিঙ্গাদের জন্যে প্রাথমিক অবকাঠামো ও প্রয়োজনীয় সেবা দেয়া হবে।
এডিবি কর্তৃপক্ষ জানায় অর্থ সহায়তার আবেদন পাওয়ার পর পরই এডিবি দ্রুত জরুরী সহায়তা হিসাবে এর অনুমোদন দেয়।