অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডে জাহাজ ডুবে ৩০ জন মারা গেছে, নিখোঁজ ২৯ জন


থাইল্যান্ডের ফুকেট আইল্যান্ডে এক পর্যটক জাহাজ ডুবে অন্তত ৩০ জন মারা গেছে, নিখোঁজ রয়েছে ২৯ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাহাজটিতে ১০৫ জন লোক ছিল যার মধ্যে ৯৩ জন পর্যটক, ১১জন ক্রু এবং একজন গাইড। থাইল্যান্ডের দক্ষিন উপকুলে সাগরের প্রবল ঢেউয়ে জাহাজটি ডুবে যায়। ১২ জনকে আশংকাজনক অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।

জাহাজের ক্যাপ্টেন ফনিক্স সমিজিং বুনথাম বলেন সাগেরর ঢেউয়ের সঙ্গে ময়লা আবর্জনা যুক্ত হয়ে ইঞ্জিন আটকে যায় যার ফলে তিনি তা নিয়ন্ত্রনে ব্যর্থ হন এবং জাহাজটি ডুবে যায়। এর আগেও বৃহস্পতিবার ফুকেটে আরেকটি জাহাজ ডুবে যায় যাতে থাকা ৪২ চীনা ও ইউরোপীয়ন যাত্রীদের সকলকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

XS
SM
MD
LG