অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়াকে পরমানু অস্ত্রমুক্ত করতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার যৌথ টিম


উত্তর কোরিয়াকে পরমানু অস্ত্রমুক্ত করার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কর্মকর্তাদের নিয়ে একটি টিম করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র হিদার নিউয়ার্ট। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উত্তর কোরিয়া সফরের অগ্রগতি জানাতে গিয়ে নিউয়ার্ট একথা বলেন।

শনিবার উত্তর কোরিয়ায় দুই দিনের আলোচনা শেষ করে এখন জাপানের টোকিওতে অবস্থান করছেন মাইক পম্পেও। তিনি বলেন উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে অর্থপূর্ন আলোচনা হয়েছে এবং প্রায় সবগুলো গুরুত্বপূর্ন বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।

তিনি বলেন আলোচনার বেশিরভাগ অংশ জুড়ে ছিল উত্তর কোরিয়াকে পরমানু অস্ত্রমুক্ত করার সময়সীমা নিয়ে এবং গন বিধ্বংসী অস্ত্র নির্মুলের ঘোষণা নিয়ে। বিস্তারিত না জানানো হলেও বলা হয় এই দুটি বিষয়ে আলোচনার অনেক অগ্রগতি হয়েছে।

১২ই জুলাই আরেকটি বৈঠকের দিন ঠিক করা হয়েছে যেখানে কোরিয়ান যুদ্ধে নিহত আমেরিকানদের দেহাবশেষ ফিরিয়ে আনা নিয়ে কথা হবে। কিম জং উনের সঙ্গে এই সফরে পম্পেওর সাক্ষাৎ হয়নি। হিদার নিউয়ার্ট বলেন, তার সঙ্গে সাক্ষাতের কোনো কর্মসূচী ছিলও না।

মাইক পম্পেও উত্তর কোরিয়া আলোচনার অগ্রগতি অবহিত করেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে।

XS
SM
MD
LG