ভয়াবহ দুটি দুর্ঘটনার মুখোমুখি থাইল্যান্ড। প্রথমটি হচ্ছে: গত ১৪ দিন ধরে দক্ষিন থাইল্যান্ডের দুর্গম পাহাড়ের গুহায় আটকে রয়েছে ১২জন ফুটবল শিক্ষার্থী ও তাদের প্রশিক্ষক। দ্বিতীয়টি ফুকেট উপকুলে পর্যটক জাহাজডুবী, যাতে থাকা ১০৫ জনের বেশিরভাগই মারা গেছেন। কিভাবে এর মোকাবেলা করা হচ্ছে এসব নিয়ে ভয়েস অব আমেরিকার আরশাদ আরাবাসাদি, ইসাবেলা কোকোলি, ফার্ন রবিনসন ও ওয়েন লির রিপোর্ট সমন্বয় করে জানাচ্ছেন সেলিম হোসেন।