পেলাল্টি শুটে ক্রোয়েশিয়ার কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় স্বাগতিক রাশিয়ার।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় ২-২ গোলে সমতা থাকা অবস্থায় শেষ হয়।
এরপর পেনাল্টি শুটে ৪-৩ গোলে ক্রোয়েশিয়া জিতে সেমিফাইনাল নিশ্চিত করে। এর আগের খেলায় সুইডেনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড।
এর আগে শুক্রবার কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় উরুগুয়েকে ২-০ গোলে হারায় ফ্রান্স। একই দিন বেলজিয়াম ২-১ গোলে হারায় ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে।
মঙ্গলবার ১০ই জুলাই সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। ক্রোয়েশিয়া ১১ই জুলাই বুধবার দ্বতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখী হবে।
১৫ই জুলাই রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।