অ্যাকসেসিবিলিটি লিংক

রিলায়েন্সের জিও ইনস্টিটিউটকে ইনস্টিটিউট অফ এমিনেন্স মর্যাদা দেয়ায় প্রশ্ন তুলেছে কংগ্রেস


Reliance Jio Institute
Reliance Jio Institute

ভারতের কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকরের ঘোষণা অনুযায়ী রিলায়েন্সের জিও ইনস্টিটিউটকে ইনস্টিটিউট অফ এমিনেন্স মর্যাদা দিল কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার , এই নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।এখনও তৈরিই হয়নি তার আগেই রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানির রিলায়েন্সের জিও ইনস্টিটিউটকে ইনস্টিটিউট অফ এমিনেন্স হিসেবে স্বীকৃতি দিল নরেন্দ্র মোদী সরকার। বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে, বিরোধীরা অভিযোগ করেছে, নিজের শিল্পপতি বন্ধুদের এভাবে সুবিধে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যে ছটি প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট অফ এমিনেন্স মর্যাদা দিয়েছে সেগুলি হল আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইএসসি ব্যাঙ্গালোর, মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, বিটস পিলানি ও জিও ইনস্টিটিউট। আর এই শেষেরটি নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা। কংগ্রেস প্রশ্ন করেছে, যে জিও ইনস্টিটিউট এখনও তৈরিই হয়নি, তাকে কী করে আগে থেকে ইনস্টিটিউট অফ এমিনেন্স স্বীকৃতি দিল সরকার। তাদের দাবি, মুকেশ ও নীতা অম্বানিকে সুবিধে করে দেওয়ার জন্যই কেন্দ্রের এই পদক্ষেপ। যদিও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক অবশ্য এই পদক্ষেপের পক্ষে তাদের বক্তব্যে জানিয়েছে, ইউজিসি রেগুলেশনদুহাজার সতেরোর ছয় দশমিক এক ধারা অনুযায়ী এই প্রকল্পে সম্পূর্ণ নতুন প্রতিষ্ঠানকেও সামিল করা যেতে পারে। এর উদ্দেশ্য, ব্যক্তিগত প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক স্তরের শিক্ষা পরিকাঠামো তৈরি করতে উৎসাহ দেওয়া, যাতে দেশের উপকার হয়।

কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG