অ্যাকসেসিবিলিটি লিংক

নেটো সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন


নেটো সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ তাদের প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

ব্রাসেলসে এক সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “প্রতিরক্ষা বরাদ্দ বাড়াতে তারা নতুনভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং এতে আমরা ভীষণ খুশী যে নেটো এখন অত্যন্ত ক্ষমতাশীল ও খুব শক্তিশালি”।

তিনি পরিস্কার করে বলেন নি কোন দেশ কতো বরাদ্দের অঙ্গীকার করেছে। তিনি বলেছেন কেউ তাদের জিডিপির ২ শতাংশ বা এমন বরাদ্দের কথা বলেছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নেটো মিত্রদেরকে পরামর্শ দিয়েছিলেন ২০২৪ সাল নাগাদ তারা যেনো তাদের জিডিপির ৪ শতাংশ বরাদ্দ দেয় প্রতিরক্ষায়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ৭ দশক ধরে নেটোর ৭০ থেকে ৯০ শতাংশ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যা দেশটির কর দাতাদের প্রতি অন্যায় করা হচ্ছে।

বলেন তিনি যুক্তরাষ্ট্রকে নেটো থেকে প্রত্যাহার করতে পারতেন কংগ্রেসের অনুমোদন ছাড়াই; কিন্ত সদস্যদের প্রতিশ্রতির কারনে তিনি তার প্রয়োজন মনে করেন নি।

XS
SM
MD
LG