আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলেছে চলতি বছর গত বছরের তুলনায় অভিবাসি ও আশ্রয় প্রার্থীর সংখ্যা কমেছে।
ভূমধ্যসাগর পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ পাড়ি দেয়ার প্রবণতা কমেছে বলে আইওএমের রিপোর্ট উল্লেখ করা হয়।
সংস্থার মুখপাত্র জোয়েল মিলম্যান বলেন তাদের তথ্য অনুযায়ি এ বছর এ পর্যন্ত ৪৭ হাজার ৬০০ অভিবাসি সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছেন। গত দুই বছরের তুলনায় এ সংখ্যা অনেক কম।
রিপোর্টে আরো বলা হয় সাগর পাড়ি দিয়ে আসার সময় মৃত্যুর হারও আগের তুলনায় অনেক কমেছে। গত তিন সপ্তাহের হিসাবে ৪৯৩জন মৃত অথবা নিখোঁজ হয়েছে।