অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালিয়ার প্রেসিডেন্ট ভবনের সামনে দুটি হামলায় ৬ জন নিহত


আজ মোগাদিশুতে সোমালিয়ার প্রেসিডেন্ট ভবনের সামনে দুটি হামলায়, পাঁচ জন হামলাকারিসহ অন্তত ৬ জন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দ্রুত বেগে আসা একটি গাড়ি, পীস গার্ডেন নামে একটি উদ্যানের তল্লাশি চৌকির কাছে বিস্ফোরিত হয় এবং তার পর পরই বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রচন্ড বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। খবরে বলা হচ্ছে নিরাপত্তা বাহিনী বন্দুকধারীদের মোকাবিলা করে এবং ঐ তল্লাশি চৌকির হামলা প্রতিহত করে। প্রাথমিক খবরে বলা হয়েছে একজন সরকারি সৈন্য এবং ৫ জন হামলাকারি ঐ আক্রমণে নিহত হয়। আরও বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছে বলে খবরে জানানো হয়। একজন প্রত্যক্ষদর্শী ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে হতাহতদের বহন করার জন্য সেখানে জরুরি যাবাহনের ব্যবস্থা করা হয়।

দ্বিতীয় গাড়ি বোমাটি বিস্ফোরিত হয় পীস গার্ডেন এবং সীল হোটেলের কাছে যা প্রেসিডেন্ট ভবন থেকে খুব দূরে নয়। সীল হোটেলে সাধারণত সরকারি কর্মকর্তারা এসে থাকেন। আল শাবাব, আজকের এই আক্রমণের দায় স্বীকার করেছে।

XS
SM
MD
LG