দু’হাজার ষোলোর প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপের কথা রুশ প্রেসিডেন্ট Vladimir Putin যে অস্বীকার করেছেন – যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাতে সায় দেওয়াতে তাঁর বিস্তর বিরূপ সমালোচনা হয়েছে একদিন পরই। অথচ ঐ একই সময়ে, রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র গোয়েন্দাদের বক্তব্যের সঙ্গে সহমত তিনি পোষন করেন নি।
রেপাবলিকান ও ডেমোক্র্যাটিক সংসদ বিধায়কদের ব্যাপক বিস্তৃত অবস্থান থেকে ধিক্কার ব্যক্ত হ’তে শোনা গিয়েছে – বিব্রতকর, অশালীন, লজ্জাজনক বলে মন্তব্য শোনা গিয়েছে।
রাত-গভীরে প্রচারিত টেলিভিশনের বিবিধ সম্প্রচারে কৌতুক করে অনেক উপস্থাপককে বলতে শোনা গিয়েছে- বসের সামনে, পুটীনের সামনে ট্রাম্প তেমন সুবিধে করতে পারেন নি।
ওয়াশিংটন পোস্ট পত্রিকার সম্পাদকীয় শিরোনামে বলা হয়- ট্রাম্প এবার খোলাখুলিই রাশিয়ার সঙ্গে যোগসাজসে মিললেন। নিউ ইয়র্ক টাইমস লিখেছে- এ্যামেরিকর পক্ষ নিয়ে ট্রাম্প কথা বলবেনই বা কেন - নিজেই তো তিনি Vladimir Putin-চরণতলে নীত।