প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আবার একবার রূশ প্রেসিডেন্ট Vladimir Putin-এর সঙ্গে অনুষ্ঠিত তাঁর বৈঠক নিয়ে বক্তব্যের অবতারনা করেছেন। বলেছেন, দু’হাজার ষোলোর প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ বিষয়ে পূটীনের অস্বীকৃতির যাথার্থ তিনি মান্য করেন বলে যা বলেছিলেন সেটা সঠিক ছিলো না।
বুধবার সকালে টুইট বার্তায় তিনি বলেন – গোয়েন্দা বিভাগের উচ্চতর স্তরের অনেকেই হেলসিংকিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আমার বক্তব্য পছন্দ করেছেন। পুটীন ও আমি বুধবার সকালের আলোচনায় গুরুত্বপুর্ণ অনেক কিছু নিয়ে আলোচনা করি। আমাদের কথাবার্তা বেশ ভালোই হয়েছে – যেটা কিনা অনেকের আবার পছন্দ হয়নি। না-পছন্দ দলের অনেকেই মনে মনে চেয়েছিলেন যেন মুষ্টিযুদ্ধের মতো একটা ঘুসোঘুসি হোক। ভেবেছিলো হেস্তনেস্ত একটা হয়েই যাবে, কিছু না কিছু।
হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের দেওয়া মন্তব্যে তিনি বলেন – দু’ হাজার ষোলোর প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে আমাদের গোয়েন্দা গোষ্ঠীর বিশ্লেষন আমি মানি – তবে, অন্যান্য লোকের তরফেও তা হয়ে থাকতে পারে বলেও ঐ সঙ্গে যোগ করেন তিনি – বলেন, ওখানে লোকজন তো ছিলো আরো। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে পুটীনের অস্বীকৃতির সঙ্গে সহমত পোষন না করা নিয়ে বক্তব্য উপস্থাপনের পর এখন তিনি মন্তব্য করলেন আবার।