অ্যাকসেসিবিলিটি লিংক

ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে বিশ বছরে প্রথম বানিজ্যিক বিমান


ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে বিশ বছরে এই প্রথমবারের বানিজ্যিক বিমান উড়ান ইরিত্রিয়ার রাজধানীতে গিয়ে পৌঁছুলো আজকেই। দীর্ঘদিনের পরস্পর বৈরি সম্পর্কের দেশ দু’টির মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক স্তরে ফিরে আসবার এটাই সর্ব সাম্প্রতিক নমুনা।

এ উড়ানে যাত্রিদের মধ্যে ছিলেন ইথিওপিয়ার সাবেক প্রধানমন্ত্রী হাইলেমারিয়াম দেসালেন- তিনি যাত্রিদলের সর্বাগ্রে থেকে বোয়িং 787 Dreamliner বিমান থেকে নেমে লাল গালিচা মাড়িয়ে আসমারা বিমান বন্দরের চত্বর অতিক্রম করেন। ভয়েস অফ এ্যামেরিকার আফ্রিকা শৃঙ্গ বা হর্ণ অফ এ্যাফ্রিকার সাংবাদিক সে সময় ওখানটায় উপস্থিত ছিলেন।

ইরিত্রিয়া এক সময় ইথিওপিয়ার একটা প্রদেশ ছিলো – ১৯ শ’ ৯৩ সালে দেশছুট হয়ে বেরিয়ে গিয়েছিলো- স্বতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়েছিলো।

XS
SM
MD
LG